মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর সরকারি শিশু পরিবার চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রুস্তম আলী, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবার উপপরিচালক আবু বক্কর ছিদ্দিক। মুজিবনগর সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তৌফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের ছাত্রীরা।