স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক বছর বয়সী সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ।
গতকাল শুক্রবার বিকেলে তালোড়া ও আলতাফনগর স্টেশনের মাঝামাঝি বর্তাপাড়ায় শিশু নিলয়কে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন স্বপ্না রাণী (২৪)। মা-ছেলের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায় বলে জিআরপি পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী বর্তাপাড়ার হাসেম আলী জানান, তিনি রেল লাইনের পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় ট্রেন এলে লাইনের পাশে সন্তান কোলে দাঁড়িয়ে থাকা এক মহিলা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। বগুড়া রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এসআই বিমান কুমার চন্দ জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২০ নম্বর মেল ট্রেনটির নিচে সন্তানসহ এক মহিলা ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক বিরোধের কারণে স্বপ্না আত্মহত্যা করেতে পারেন বলে স্বজনরা ধারণা করছেন। এ ব্যাপারে বোনারপাড়া জিআরপি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।