টিপ্পনী

খবর:(নকলের দায়ে দু শিক্ষকসহ ৭ পরীক্ষার্থী বহিষ্কার)

সারা বছর পড়ার ফাঁকি
ফোন আলাপে পাকাপাকি
নেই জানা তা কার?
সারা বেলাই নাড়ানাড়ি
ফেসবুক টুইটার।

স্কাইপে দেখায় ছবি
সকাল বিকেল দু বান্ধবী
নেই জানা তা কার?
মেগাবাইট কিনে চালাও
ইমো বা ভায়বার!

লেখাপড়া ভুলে ঝিঁমো
সারা রাতই গুগল ইমো
নেই জানা তা কার?
পরীক্ষাতে গোল্লা পাবি
নইলে বহিষ্কার!

_আহাদ আলী মোল্লা।
02.02.2016