সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতে হাত দিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাতে হাত দিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ যোগদানসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় সদর উপজেলার শঙ্করচন্দ্রের ৯ নং ওয়ার্ডের আবু তালেবের নেতৃত্বে আব্দুল হান্নান, জালাল উদ্দিন, রবিউল হক ও অলেপসহ শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। প্রধান অতিথি আগত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান।