স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডার কুড়িলে একটি জুয়েলার্সের দোকানে বোমাবাজি করে ১৬ লাখ টাকার গয়নাগাটি লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িলের কুড়াতলী এলাকার আইকে জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ সময় বোমা আতঙ্কে জোহরা খাতুন (৩৬) নামে এক পথচারী নিহত হন। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে একদল ডাকাত ক্রেতা সেজে প্রথমে দোকানে প্রবেশ করে। এরপর তারা অস্ত্র দেখিয়ে দোকানের কর্মচারীদের জিম্মি করে। তারা দোকান থেকে প্রায় ৩২ ভরির স্বর্ণালঙ্কার লুট করে। দোকান থেকে বের হওয়ার সময় কর্মচারীরা বাধা দিলে ডাকাতরা ৪/৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এলে ডাকাতদল পরপর ২/৩টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।