গাংনী প্রতিনিধি: গাংনীর জোড়পুকুরিয়ায় ৱ্যাব সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ইনামুল ওরফে ইনাম (৩৮) নামের এক ব্যক্তিকে একটি একনলা বন্দুক ও বন্দুকের এক রাউন্ড গুলিসহ আটক করেছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প। ইনামুল ইনাম জোড়পুকুরিয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে ও চরমপন্থি সংগঠন পুর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি (জনযুদ্ধ) সাবেক সদস্য বলে জানায় ৱ্যাব। অভিযানের নেতৃত্বে ছিলেন ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিঞা।
ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়ইটার দিকে জোড়পুকরিয়া গ্রামের দক্ষিণপাড়ায় ইনামুলের বাড়িতে অভিযান চালায় ৱ্যাবের একটি বিশেষ অভিযান দল। এ সময় ইনামুল নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলো। ৱ্যাব সদস্যদের হাক-ডাকে তার ঘুম ভাঙে। ৱ্যাব সদস্যরা তার শয়নকক্ষের বিভিন্ন স্থানে তল্লাশি চালান করে। এক পর্যায়ে সেখান থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলির সন্ধান মেলে। অস্ত্র ও গুলি রাখার অপরাধে ইনামুলকে আটক করে ৱ্যাব। গতকাল শুক্রবার ৱ্যাব ক্যাম্পে ইনামুলের জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হয়। গাংনী ৱ্যাব ক্যাম্পের ডিএডি আমিরুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গতকাল আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।