আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ব্যাডমিন্টন কল্যাণ সমিতির আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস চত্বরে ২ গ্রুপে ৮ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ব্যাডমিন্টন কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ বেল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ইউপি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, মাগুরা শালিকা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, মিরপুর আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারি টুটুল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আলমডাঙ্গা থানার সাবেক এসআই আনিসুর রহমান, সাবেক খেলোয়ার আমিনুল ইসলাম লিনটু, বিশিষ্ঠ ক্রীড়ানুরাগী মীর গোলাম মোস্তাফা মোহর, প্রভাষক ফারুক, টুটুল,শাহিন, তৌহিদুল, মিজু। সার্বিক তত্ত্ববধানে গোলাম সরোয়ার হায়দার, গোলাম মোক্তাদির বিদ্যুত, প্রভাষক মিল্টন, মেহেদি হাসান বাবু, আসাদুজ্জামান আসাদ, লিজন, ওয়াহেদ, নিখিল, ভোলা, মুন্না, শামীম মাস্টার, বিপ্লব, শাওন, বাঁধন, টিক্কা, তানভীর, মণ্ডল। ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন মাসুদ রানা তুহিন, তৌহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মুগ্ধ এন্টারপ্রাইজ বনাম টেকনিক্যাল ১।