মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর স্কুলমাঠে গতকাল শুক্রবার বিকেলে পিরোজপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুজিবনগর উপজেলার বল্লভপুর একাদশ জয়লাভ করে। বল্লভপুর একাদশ টাইব্রেকারে ৬-৫ গোলে সদর উপজেলার মোমিনপুর ডায়মন্ড ক্লাবকে পরাজিত করে।