টিপ্পনী

খবর:(যশোরে পুলিশের বিরুদ্ধে ডলার ছিনতাইয়ের অভিযোগ)

পুলিশে খায় ফলার
হাতিয়ে নেয় ডলার
পোশাক পরা বলে ওদের
কিচ্ছুটি নেই বলার।

ঘুষের টাকা কামায়
তবু সবার জামাই
বললে এসব বিপদ আসে
কে আর মাথা ঘামায়!

পুলিশ পোষে দালাল
হারাম বানায় হালাল
খেয়ে খেয়ে উপরি কামাই
হয়ে ওঠে যা লাল!

_আহাদ আলী মোল্লা।
29.01.2016