মাথাভাঙ্গা মনিটর: টানা দুই ম্যাচে জয় নিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারত। শেষ ম্যাচে অজি ব্যাটসম্যানদের রানের লাগাম টেনে ধরে ২৭ রানের জয় পায় তারা। ম্যাচের শুরুতে টসে জিতেও ফিল্ডিংয়ে যাবার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অজি অধিনায়কের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণীত করে শুরু থেকেই মারমুখি ব্যাটিং করে ভারতের ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ১০.৬ ওভারে দলীয় ৯৭ রানে বিদায় নেন ধাওয়ান। কিন্তু অপরপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারে আরো একটি টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি যোগ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রানে আউট হন তিনি। অন্যদিকে ৩৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কোহলি। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৮৪ রান। বড় টার্গেট তাড়া করতে গিয়ে দারুণ সূচনা এনে দেনে অ্যারন ফিনচ এবং শন মার্স। কিন্তু এখানেই শেষ। এরপর নিয়মিত বিরতীতে উইকেট পতন ঘটে। ফলে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ১৫৭ রানে।