গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর চৌগাছা গ্রামের মুক্তিযোদ্ধা আবু বক্করকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনীতে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। হামলাকারীদের গ্রেফতারে বুধবার রাতে দেয়া আল্টিমেটামের অংশ হিসেবে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এ সময় তিনি আসামিদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন। সেখানে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা কোনোভাবে সহ্য করা যায় না। ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজামান আতুসহ নেতৃবৃন্দ।