মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তালেবানের সাথে সরকার আলোচনা শুরু করেছে। লন্ডনে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক ক্লিগের সাথে বৈঠকের সময় একথা বলেন নওয়াজ। পাকিস্তানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তৎপরতা চালাচ্ছে তেহরিকে পাকিস্তানি তালেবান। বছরের পর বছরের এ লড়াই থামাতে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সরকার। নওয়াজ তালেবানের সাথে আলোচনা শুরুর কথা জানিয়ে বলেছেন, এ আলোচনা সাংবিধানিক কর্মকাঠামোর আওতায় হোক এমনটিই তিনি চাইছেন এবং আশা করছেন। পাকিস্তান আলোচনা চালানোর পাশাপাশি সন্ত্রাস-বিরোধী তৎপরতা জোরদার করার চেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করা হয়। তবে এ আলোচনায় কে কে অংশ নিয়েছেন বা কি কি বিষয়ে আলোচনা চলছে সে প্রসঙ্গে কিছু বলেননি নওয়াজ। এদিকে সলামাবাদের কাছ থেকে এ যাবৎ সরাসরি কোনো উদ্যোগ দেখেনি তারা। আদিবাসী অঞ্চলের তালেবান ঘাঁটিতে সরকারের কোনো দূতও যায়নি বলে জানায় ওই সূত্র।