টিপ্পনী

 

খবর: (নকল ও ভেজাল ভুট্টাবীজে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজার সয়লাব)

 

চাষির মাথায় কাঁঠাল ভেঙে খাও

তোমরা খুবই ফাজিল ফাঁকিবাজ

আকাম যতো আছে সবই করো

স্বার্থ পেলে মরণ কামড় দাও।

 

নকল ভেজাল ব্যবসা ভালোই হয়

জুয়োচ্চুরি আর খাটে না আর

পারলে বাপু মানুষ হয়ে চলো

চাষির সাথে কোরো না ছয় নয়।

 

ভেজাল দিয়ে পুঁজি বানাও বেশ

তোমরা বাপু দেশের সেরা চোর

একটু থামো শাস্তি ঠিকই হবে

পার পাবে না আলবত শেষমেশ!

 

-আহাদ আলী মোল্লা