টিপ্পনী

খবর:(দামুড়হুদায় জনতার হাতে দুই ছাগলচোর আটক)

কামাই করে খায় না ওরা
করে ছাগল চুরি,
পরের ধনে পোদ্দারি আর
দেখায় বাহাদুরি।

ছ্যাচড়া চোরের সঙ্গে ঘোরে
পিঠ ভরে খায় ঠ্যাঙা,
ধকল গেল সারা জীবন
হচ্ছে কাবু প্যাঙা।

বাবার খেলো মান সম্মান
মায়ের নাকে খত,
সারা পাড়ার মান ডুবালো
খেয়েছে ইজ্জত।

_আহাদ আলী মোল্লা।
২৫.০১.২০১৬