দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দেউলী-বদনপুর ঈদগামাঠে অনুষ্ঠিত ইউপি সদস্য রাশেদুল ইসলাম মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে মেম্বারকাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় নাপিতখালী জনতা ক্লাব জয়লাভ করেছে। গতকাল সোমবার বিকেলে নাপিতখালী জনতা ক্লাব ও দেউলী শহীদ আনছার আলী স্মৃতি সংঘের মধ্যে টুর্নামেন্টের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাপিতখালী জনতা ক্লাব ২-০ গোলে দেউলী শহীদ আনছার আলী স্মৃতি সংঘকে পরাজিত করে। সহযোগিতায় ছিলেন আ.লীগ নেতা সাবেক ইউপি সদস্য সন্টু মেম্বার, আব্দুল মমিন, লিয়াকত মেম্বার, মাসুদ মেম্বার, যুবলীগের জাহাঙ্গীর, রফিক, শাহিন, হেকমত, ফজু, প্রমূখ। ধারাভাষ্য দেন সোহেল রানা। রেফারি ছিলেন হাফিজুর রহমান কাজল, শহিদ আজম সদু, ও ইকতিয়ার রহমান।