টিপ্পনী

খবর: (জীবননগরে পিয়াস ব্রিক্সে চাঁদার দাবিতে বোমা বিস্ফোরণ)

দাদা সাহেব চাঁদা নেবেন
ছুড়ে দেবেন বোমা-
ওমা!
জাত মেরেছে কারা
ভলোই আছে তারা!

কাকা মশাই টাকা নেবেন
শক্ত হাতে কেড়ে-
তেড়ে!
শক্ত ওদের মাজা
পায় না কোনো সাজা!

কোথায় যাবো এখন বলো
পয়সা তোলে চাচা-
বাঁচা!
সবখানে ভয়-ভীতি
পাল্টে গেছে রীতি।

আহাদ আলী মোল্লা