আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের দরিদ্র মুক্তিযোদ্ধা মোতালেব মণ্ডল আর নেই (ইন্নালিল্লাহে….. রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন শ্বাসকষ্ঠ ও কিডনি রোগে ভোগার পর গতকাল ভোরবেলা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত উজির মণ্ডলের ছেলে মোতালেব মণ্ডল ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে জীবনবাজি রেখে তিনি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। দেশকে শত্রুমুক্ত করতে সক্ষম হলেও তিনি নিজের পরিবারের অক্টোপাসের মতো অষ্টদিক থেকে আক্রমণকারী দারিদ্র্যকে তাড়াতে পারেননি। দারিদ্র্যের নাগপাশে বন্ধি ছিলো তার জীবন। শেষ জীবনে তিনি বেশ কয়েক বছর যাবত শ্বাসকষ্টে ও কিডনি রোগে ভুগছিলেন। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মোতালেব মণ্ডল ভালোভাবে চিকিৎসা নিতে পারেননি। গতকাল ভোরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মরহুমের লাশ জানাজা শেষে গার্ড অফ অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল ওই গার্ড অফ অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।