হারুন রাজু: দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান ও ৬নং ওয়ার্ডে আবারো নির্বাচিত কাউন্সিলর রেজাউল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। দর্শনা ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কের পক্ষ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় নেটওয়ার্কের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় মতিয়ার রহমান বলেন, দর্শনার উন্নয়ন ছিলো আমার মরহুম পিতা শাসমুল ইসলামের লালিত স্বপ্ন। বিগত দিনে আমি দর্শনার উন্নয়ন করেছি। আগামীদিনেও আপনাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করবো। দর্শনাবাসীর সহযোগিতা পেলে দর্শনাকে মডেল পৌরসভা হিসেবে উন্নীত করা হবে। সেই সাথে মাদকমুক্ত দর্শনা গড়তে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান মতিয়ার রহমান। ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান ও কাউন্সিলর নেটওয়ার্কের অন্যতম সদস্য রেজাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধিত করেন সকল সদস্য। উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল, সৌদি প্রবাসী লিয়াকত হোসেন লিটন, কবির উদ্দিন, ডিস ক্যাবল ব্যবসায়ী মন্টু, রানা, জাহিদুল, বাবু, ঝন্টু, রাজু, দোলন, আলমগীর, খোকন, শাহবুল, নাজিম, আব্দুল, এনায়েত, মাসুদ প্রমুখ।