দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের সভাপতিত্বে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল আলিম, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, ইউপি সদস্য হাসান আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, খোকন, সন্টু, সাঈদ প্রমুখ। সভায় এ পর্যন্ত মোট ৫২৮ ব্যাগ রক্ত সম্পূর্ণ বিনামূল্যে দান করা হয়েছে এবং মোট ১৬৫ জন সদস্যের মধ্যে যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন। বিভিন্ন গ্রুপের রক্তের জরুরি প্রয়োজনে মো. মাসুদ রানা- মোবা: ০১৭১০-৩৮১৮৩৫ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য রতন। # #