চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ২০১২-১৩ সালে অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সায়মা ইউনুস। আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহসাধারণ সানোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, যুগ্মসম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, সদস্য হুমায়ন কবির মালিক, সাইদুর রহমান মালিক, মেহের উল্লাহ মিল্টু, মহাসিন রেজা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডু। ২০১২-১৩ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্ত হোসেন মুক্ত, রানারআপ হয়েছে শুভ। অনূর্ধ্ব-১৪ দ্বৈত চ্যাম্পিয়ান শুভ ও আসিফ শেখ হৃদয়। রানারআপ মুক্ত হোসেন মুক্ত ও শিহাব। অনূর্ধ্ব-১৮ একক চ্যাম্পিয়ন মাহামুদুল হক তন্ময় ও রানারআপ আল আমিন রেজা জয়। অনূর্ধ্ব-১৮ দ্বৈত চ্যাম্পিয়ন মাহামুদুল হক তন্ময় ও জুবায়ের আহমেদ তোহা। রানারআপের নাঈম হাসান নিশান ও সহযোগী। সিনিয়র একক চ্যাম্পিয়ন আক্তারুজ্জামান শোভন ও রানারআপ আবু আয়ুব। সিনিয়র দ্বৈত চ্যাম্পিয়ন রোকনুজ্জামান রোকন ও আক্তারুজ্জামান শোভন। রানারআপ মেহেদী হাসান রাসেল ও আবু আয়ুব আবু। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভাইয়া একাদশ চুয়াডাঙ্গা ও রানারআপ অগ্রদূত ক্রীড়াচক্র। প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সবুজ সংঘ ও রানারআপ শেখ রাসেল ক্রীড়াচক্র। হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৫-১৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমএ গার্মেন্টস দামুড়হুদা ও রানারআপ থানা কাউন্সিলপাড়া একাদশ চুয়াডাঙ্গা। প্রেসবিজ্ঞপ্তি