স্টাফ রিপোর্টার: মোবাইলফোন বিস্ফোরণে অগ্নিদগ্ধ কলেজছাত্রী উম্মে সাদিয়ান আতিকা লামিয়া রহমান ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে মারা গেছেন। গত ২৬ অক্টোবর রাত পৌনে ১টার দিকে আজিমপুর স্টাফ কোয়ার্টারে নিজ কক্ষে বিছানায় শুয়ে মোবাইল ফোনে বন্ধুর সাথে কথা বলার সময় ফোনসেটে বিস্ফোরণ ঘটে। ওই সময় মোবাইলফোনের চার্জারের সাথে সংযোগ ছিলো। বিস্ফোরণের পর বালিশ ও বিছানার তোষকে আগুন ধরে গেলে তার শরীরের ৮০ ভাগ অগ্নিদগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তির পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লামিয়া ঢাকা সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্রী। দু বোনের মধ্যে লামিয়া ছিলেন বড়। নারায়াণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামে তার বাড়ি। আজিমপুর স্টাফ কোয়ার্টারে সাবলেট থেকে তিনি সিটি কলেজে পড়াশুনা করতেন।