স্টাফ রিপোর্টার: প্রাইজবন্ডের ড্র গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম (ছয় লাখ টাকা) ও দ্বিতীয় (তিন লাখ ২৫ হাজার টাকা) পুরস্কার পেয়েছে যথাক্রমে ০১৬৭৭৩০ ও ০৬৬১৩২৬ নম্বর। এ ছাড়া তৃতীয় (এক লাখ টাকা) পুরস্কার পেয়েছে ০১৫০৮৭২ ও ০৮৬৩৫১৫ নম্বর। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে ১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ৭৩তম ড্র অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একক সাধারণ পদ্ধতিতে (প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এ ড্র পরিচালিত হয়। পুরস্কার বিজয়ী অন্য নম্বরগুলোর হলো- চতুর্থ ০১৪৯২৩৫ ও ০৫৬৪০১৬; পঞ্চম ০০০৫৭৪২, ০০৪৫১২৪, ০০৯০২৩৮, ০১১৭৭৪৭, ০১৫৩৭৭২, ০১৬৯৬৫৩, ০১৯৩৬৩৩, ০২১৩১৪৭, ০২২৩৫৪৯, ০২৭১৯৮৭, ০২৮১১৯৬, ০২৮৫৩০৩, ০৩২৬৬৫৩, ০৩৮৫৬৬৫, ০৩৯১৬২০, ০৪০৩৪৫৫, ০৪৩৮২৩০, ০৪৬১১৮২, ০৪৯০০২৫, ০৫২৬০৩৮, ০৫২৮৬৭৯, ০৫২৯১১২, ০৫৯৫৭৭৭, ০৬১৮৫৮১, ০৬২৬৭১৮, ০৬৪০৯৮০, ০৬৫২৯৬৮, ০৬৭৬৬৯৯, ০৬৯১৬৭২, ০৭১৯৪২৬, ০৭৪২৮৪৮, ০৭৬৯৯৭৪, ০৮০৫১৬৮, ০৮২৮৩৪০, ০৮২৯২১৪, ০৮৩৩৬১৭, ০৮৫৯৪৯৫, ০৮৬৯৮৩২, ০৯৩০১৬৬ ও ০৯৯১৫৬৩।