স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুরের দুটি স্কুলের তালা ভেঙে তছনছ করেছে দুর্বৃত্তরা। তেমন কিছু না নিলেও কী কারণে এমন তছনছ করা হলো তা নিয়ে শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার কুকিয়াচাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কুকিয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ ভাঙা দেখতে পান শিক্ষকরা। গতকাল সকালে এ অবস্থা দেখে তারা প্রথমে ঘাবড়ে গেলেও পরে দেখতে পান তেমন কিছুই চুরি হয়নি। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ উদ্দিন জানান, তার ড্রয়ার ভেঙে কিছু টাকা চুরি হয়েছে। তাবে কাগজপত্র তছনছ করে বেশি ক্ষতি করেছে চোরেরা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, তার স্কুল থেকে কিছুই চুরি হয়নি।