দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে অভিযুক্ত চিহ্নিত দু মাদককারবারীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রাহিমুলকে সোপর্দ করা হয়েছে আদালতে। ভ্রাম্যমাণ আদালতের বিচারে বাদশার ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাহিমুলকে (৩০)। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ১ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত দু মাদককারবারীর বিরুদ্ধে দায়ের করা মামলার আসামি রাহিমুল। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর বেলে মাঠপাড়ার কায়দারের আলীর ছেলে রাহিমুলকে গতকাল বৃহস্পতিবার সোপর্দ করা হয়েছে আদালতে। সকাল ১০টার দিকে দর্শনা আইসি পুলিশ পৌর শহরের মোবারকপাড়ার শাহদত হোসেনের ছেলে বাদশাকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, বাদশার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পুরিয়া গাঁজা। এ ঘটনায় দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে বাদশাকে ১ মাসের কারাদণ্ডের নির্শেদ দেন আদালতের বিচারক ফরিদ হোসেন।