চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল : আগামীকালও বিক্ষোভ

ঝিনাইদহে ১৪৪ ধারা জারির কারণে বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করতে পারেনি

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে বিএনপি বিক্ষোভ মিছিল করতে পারেনি। ১৪৪ ধারা জারি করায় গতকাল ঝিনাইদহ বিএনপি বিক্ষোভ মিছিল বের করেনি। চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। দর্শনা, আলমডাঙ্গা, জীবননগর ও মুজিবনগরেও অভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। নির্দলীয় সরকারের দাবিতে পালিত ৬০ ঘণ্টার হরতালে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, মামলা  দায়ের ও ভ্রাম্যমাণ আদালতে সাজার প্রতিবাদ ও মুক্তির দাবিতে আগামীকাল শনিবারেও সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।

সারাদেশে নির্বিচারে গুলি করে বিরোধীদলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদ ও নির্দলীয় সরকারের দাবিতে গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ করে ১৮ দল। সে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারের এ কর্মসূচি ঘোষণা করেন। সংলাপ নিয়ে অপপ্রচার, বিনা অনুমতিতে গণমাধ্যমে দু নেত্রীর ফোনালাপ প্রচার ও আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন তিনি। বক্তারা জনদাবির প্রতি সম্মান দেখিয়ে আওয়ামী লীগের বিবেকবান ও দেশপ্রেমিক নেতাদের জনতার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। ৬০ ঘণ্টার হরতালে জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়েছে দাবি করে তারা বলেন, আলোচনা করতে হলে সেটা নির্দলীয় সরকার নিয়েই করতে হবে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মির্জা আলমগীর বলেন, নির্বাচন কমিশনকে বলতে চাই-দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা করবেন না। সেটা করলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আপনাদের নাম কালো তালিকায় উঠে যাবে। আরপিও ও আচরণবিধি পরিবর্তন করে জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনারা আরপিও সংশোধনসহ যেসব উদ্যোগ নিয়েছেন তা থেকে সরে আসুন। আপনার আরপিও পকেটে রাখুন।