স্টাফ রিপোর্টার: টিকেট না পেয়ে খুলনার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভাঙচুর করেছে টিকেট প্রত্যাশিরা। বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের টিকেট সংগ্রহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খানজাহান আলী শাখায় সকাল থেকে ভিড় জমে টিকেট প্রত্যাশীদের। সকাল ১০টা থেকে শুরু হয় টিকেট বিক্রি। দুপুরের দিকে টিকেট না পেয়ে ব্যাংকের সামনে দেয়া বাঁশের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের সাথে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিক্ষুব্ধ টিকেট প্রত্যাশীরা ব্যাংকের দরজা জানালার কাঁচ ভাঙচুর করে। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।