আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যা লি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যা লিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়েই সমাপ্ত হয়।
প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিদ্যালয়ের কয়েকশ’ ছাত্রছাত্রী র্যা লিতে অংশগ্রহণ করেন। আগামীকাল ২২ জানুয়ারি সকাল থেকেই শুরু হবে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের মাহেন্দ্রক্ষণ। টানা ২ দিনব্যাপী চলবে এ উত্তুঙ্গ আনন্দ যাপনের ফল্গুধারা। শুধু বিদ্যালয়ই নয়, আনন্দে মাতোয়ারা আলমডাঙ্গাবাসী। প্রাণের উৎসবের আমেজ এখন আলমডাঙ্গার আকাশে-বাতাসে। এ উৎসবের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরে ব্যতিব্যস্ত সংশ্লিষ্ট কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-পরিচালনা কমিটি। এতোবড় আয়োজন আলমডাঙ্গায় অভূতপূর্ব। কর্তৃপক্ষকে রীতিমত গলদঘর্ম হতে হয়েছে সকল দিক সামলাতে। তারপরও সকল আয়োজন সম্পন্ন প্রায়। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। আর হবেই বা না কেন? আলমডাঙ্গা অঞ্চলের সর্বাধিক পুরোনো এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রজন্মের পর প্রজন্মব্যাপী শিক্ষার দেয়ালি জ্বালিয়েছে ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে। এখনও এলাকার সবচেয়ে বড় প্রজ্ঞালোকদীপ্ত বাতিঘর। সন্ধ্যায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত পৌর মেয়র হাসান কাদির গনু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আব্দুর জব্বার, প্রশান্ত অধিকারী, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, প্রভাষক রোকনুজ্জামান ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম পকু, সাবেক কৃষি অফিসার আ. সালাম, মীর ঠাণ্ডু, মীর মহোর, আ. রহমান, মাসুদ রানা তুহিন, সিরাজুল ইসলাম, আলীম, রেজাউল হক তবা, সাইদুজ্জামান বেগ রিপন, আজিজুল ইসলাম, কামরুল বাহার, ফজলুর রহমান, বিল্লাল প্রমুখ।