মাথাভাঙ্গা মনিটর: হ্যামস্ট্রিঙের চোটের কারণে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি। কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে বুধবার রাতে আথলেতিকের মাঠ সান মামেসে খেলতে নামবে বার্সেলোনা। এর আগে গত রবিবার স্পেনের লা লিগায় আথলেতিককে ৬-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। সেই ম্যাচেই চোট পান পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসি। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ফরোয়ার্ডকে আর মাঠে নামাননি বার্সেলোনা কোচ লুইস এনরিকে। চোট খুব একটা গুরুতর নয়। তবে ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বলেই আথলেতিকের বিপক্ষে এ ম্যাচে মেসিকে খেলাচ্ছে না বার্সেলোনা। চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না জর্দি আলবাও। আর গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে বিশ্রাম দিয়েছেন এনরিকে।