স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনী প্রচারণা শুরু করতে দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। আজ শুক্রবার এক দিনের সফরে সড়কপথে গোপালগঞ্জ যাবেন তিনি। শনিবার তিনি বাগেরহাট, খুলনা ও যশোর যাবেন বলে জানা গেছে। এ সময় জয়ের সাথে শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববি, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ অন্য নেতারা থাকবেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন গতকাল বৃহস্পতিবার জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সজীব ওয়াজেদ জয় গোপালগঞ্জে তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর ছেলে দক্ষিণাঞ্চল সফর শুরু করবেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকা থেকে সড়কপথে জয় সফরসঙ্গীদের নিয়ে রওনা হবেন। শ্রীনগর, মাওয়াঘাট, শিবচর, ভাঙ্গামোড়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়, গোপালগঞ্জ শহরতলির ঘোনাপাড়াসহ পথে পথে অসংখ্য নির্ধারিত এবং অনির্ধারিত পথসভায় বক্তব্য দেবেন তিনি।