স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের কুটিপাইকপাড়া গ্রামে রাতের আঁধারে জাপটে ধরে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছে গ্রামের স্বপন নামের এক যুবক।
জানা গেছে, গত পরশু সোমবার রাত ৯টার দিকে আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের কুটিপাইকপাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা মহিলা নিজ বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় গ্রামের হাসানের ছেলে স্বপন (৩৫) তাকে জাপটে ধরে ধর্ষণের অপচেষ্টা চালায়। মহিলার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে স্বপন পালিয়ে যায়। কাউকে কিছু না বলার জন্য পরিবারটির ওপর হুমকি অব্যাহত রেখেছে বলে একাধিক সূত্র জানায়। গতকাল এ ব্যাপারে মহিলার নাতি ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে জানায়, বিষয়টি আপস হয়ে গেছে।