আলমডাঙ্গার কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব মাঠে মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চিৎলা জয়ী

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা কেডিসি ক্লাবের উদ্যোগে কয়রাডাঙ্গা কেডিসি ক্লাবমাঠে মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত।

গতকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত দামুড়হুদার কলাবাড়ি একাদশ ও আলমডাঙ্গার চিৎলা একাদশের খেলা কয়রাডাঙ্গা কেডিসি ক্লাবমাঠে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কলাবাড়ি একাদশ ও চিৎলা একাদশ গোলশূন্য ভাবে শেষ হয়। এরপর টাইব্রেকারে চিৎলা একাদশ ১ গোলে জয়লাভ করে। খেলায় কলাবাড়ি একাদশের অধিনায়ক ছিলেন কায়েছ, সহঅধিনায়ক ছিলেন রশিদ ও চিৎলা একাদশের অধিনায়ক ছিলেন রাসেল ও সহঅধিনায়ক ছিলেন সাকিব। খেলাটি পরিচালনা করেন ইমদাদুল হক ডডি, সহকারী ছিলেন রবিউল ইসলাম রবি ও রেজাউল হক রিজু। অতিথি উপস্থিত ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজসেবক আব্দুস সালাম বিপ্লব, জেলা আ.লীগ নেতা মহাসিন আলী, মাঠ পরিচালনা কমিটির উপদেষ্টা রুহুল আমিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, ক্রীড়াবিদ ইউনুছ মাস্টর, সাংবাদিক শামিম হোসেন, আব্দুল আলিম ফকা, ইয়ামিন হোসেন, আমির হোসেন, গোকুলখালী পুলিশ ফাঁড়ির এএসআই হাবিব, হাপানিয়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজিব হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুল ইসলাম পুটু, মিলন হোসেন। খেলার মাঠে উপস্থিত থেকে উৎসাহিত করেন, কয়রাডাঙ্গা গ্রামের আতিয়ার রহমান, তহিদুল ইসলাম, সামসুর হক, ওহিদুল হক, ওমর আলী, সেলিম, আলিম, মমিন, টিটু, জহুরুল, ইনামুল, ছেলুন।