যশোরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের চুড়ামনকাঠি নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দুর্গাবরকাঠি গ্রামের আবুল কালামের পুত্র। জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল খুলনা যাওয়ার পথে চৌগাছা-যশোর সড়কের চুড়ামনকাঠি নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।