মেহেরপুর ইমরুল কায়েস ক্রিকেট একাডেমীর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেরপুরের কৃতীসন্তান ইমরুল কায়েসের গড়া ক্রিকেট একাডেমীর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মেহেরপুর শহরে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমীর পরিচালকের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমীর ক্ষুদে ক্রিকেটার নাভিদ ও অয়ন। সভাপতিত্ব করেন একাডেমীর পরিচালক মনিরুজ্জামান মঞ্জা। উপস্থিত ছিলেন ক্রিকেটার ইথেন, সুজন, জাহাঙ্গীর রাব্বি, শরিফ, শিথিলসহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।