প্রয়াত জাতীয় দলের ক্রিকেটার সালাউদ্দীন স্মরণে কালোব্যাজ ধারণ

 

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শেখ সালাউদ্দীন স্মরণে গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে অনুশীলনের পূর্বে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একডেমীর খেলোয়াড় ও কর্মকর্তারা  কালোব্যাজ ধারণ ও এক মিনিট নীরবতা পালন করে। ক্ষুদে ক্রিকেটারদের সাথে এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট একাডেমীর পরিচালক সাংবাদিক ইসলাম রকিব, ক্রিকেট কোচ সাইফ রাসেল, ক্রিকেট সংগঠক মকলেছুর রহমান গুট্টু, জেলা দলের ক্রিকেটার অভি প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত শেখ সালাউদ্দীন উপস্থিত হয়ে চুয়াডাঙ্গার ক্ষুদে ক্রিকেটারদেরকে প্রাণভরে দোয়ার পাশাপাশি ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করেছিলেন। আজ আমাদের মাঝে তিনি নেই। তার স্মরণে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমী তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হবে। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস।