দর্শনা অফিস: পারকৃষ্ণপুর-মদনা, কুড়ুলগাছি, বেগমপুর, নেহালপুর, গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়ন নিয়ে দর্শনাকে উপজেলায় উন্নীত করণের ক্ষেত্রে সকলের রয়েছে আন্তরিক মনোভাব। এরইমধ্যে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে দর্শনাকে উপজেলার করণের দাবির আন্দোলনের ঝড় তুলেছে একটি মহল। বেশ সাড়া মিলেছে উপজেলা করণের ক্ষেত্রে। দর্শনাকে উপজেলা করণের দাবিতে সংশ্লিষ্ট ইউনিয়নবাসীদের সাথে নিয়ে আন্দোলন রয়েছে অব্যাহত। এ দাবিতে মাঠে নেমেছে ছাত্রসমাজ। দর্শনাকে উপজেলা আন্দোলন মঞ্চের আয়োজনে ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে আজ। এ আয়োজনের লক্ষ্যে দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিসভা। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সকল সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে। দর্শনা হল্টস্টেশন থেকে মেমনগর মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। উপজেলা আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ জানিয়েছে, আজ সোমবার সকাল ১০টায় সকলকে দর্শনা মুজিবনগর সড়কের নির্ধারিত স্থান সমূহে সমবেত হতে হবে।