দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ডিএসসি কর্পোরেট চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সদু-হামিদ চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে সদু-হামিদ জুটি এবং সুজন-তুহিন জুটির মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় সুজন-তুহিন জুটিকে ২-১ ব্যবধানে হারিয়ে সদু-হামিদ জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এখলাছ উদ্দিন সুজনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজি আব্দুল আজিজ মল্লিক, সাবেক কৃতীব্যাডমিন্টন খেলোয়াড় ইসমাইল হোসেন, তালিম হোসেন, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সহসভাপাতি এমরাজ উদ্দিন খোকন প্রমুখ। খেলা পরিচালনা করেন তালিম হোসেন। স্কোরার ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাইরুল কবির দিনার।