হাটবোয়ালিয়া প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা জামায়াত-শিবির পশ্চিম শাখা আসমানখালী নান্দবার নিউমার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা পশ্চিম শাখা জামায়াতের আমির ডা. আহাম্মেদ জালাল, শিবির সভাপতি নাজমুস সাকিবসহ নেতৃবৃন্দ।