এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, কারও দেহ নিয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত। শারীরিক গঠন একদমই ব্যক্তিগত বিষয়। তা সুন্দর হলেও আলাদা করে বলার কিছু নেই আর অন্য রকম
বলিউডে কেরিয়ার শুরুর সময়ে তাঁর ফিগার নিয়েও কিছু কম সমালোচনা হয়নি। যদিও পরবর্তীকালে নির্মেদ শরীরে তাঁর ফ্যানেদের তাক লাগিয়ে দিয়েছেন পরিণীতি চোপড়া।
কিন্তু বছর সাতাশের এই ‘কিল দিল’ অভিনেত্রী এখনও মনে করেন যে, দেহ নিয়ে মন্তব্য সবসময়েই অসম্মানজনক, তা প্রশংসা বা নিন্দা সব ক্ষেত্রেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, কারও দেহ নিয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত। শারীরিক গঠন একদমই ব্যক্তিগত বিষয়। তা সুন্দর হলেও আলাদা করে বলার কিছু নেই আর অন্য রকম হলেও সমালোচনা করার অধিকার নেই কারও।
পরিণীতি আরও বলেন, নিজের দেহ নিয়ে নিজের খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি এই ট্রেন্ড অতীত হয়ে যাবে বলেও মন্তব্য করেন ‘ইশাকজাদে’-র নায়িকা।