জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার লক্ষ্মীপুরে মিল-চাতালের ট্রাক ভিড়িয়ে ডাকাতির অপচেষ্টা করা হয়েছে। গত শুক্রবার রাতে মুখোশ পরিহিত একদল ডাকাত ৩টি মিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পাহারাদারের বুদ্ধিমত্তায় এলাকাবাসী ঘুম থেকে ছুটে এলে ডাকাতদল ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে একদল মুখোশ পরিহিত ডাকাত ট্রাক নিয়ে লক্ষ্মীপুরে মিলে ডাকাতি করতে আসে। ডাকাতদল অত্যাধুনিক মেসিন দিয়ে আব্দুর রাজ্জাকের প্রধান রাইস মিল, লাল মিয়ার নাসরিন রাইস ও আবুল হোসেন গুড়ার তালা কেটে ফেলে। এ সময় তারা গোডাউনের ভেতরে প্রবেশ করলে পাহারাদার শামসুল ইসলাম ডাকাতদল দেখে চেঁচামেচি শুরু করে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতদল ডাকাতি করতে ব্যর্থ হয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে।