প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ছাব্দার স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

???????????????????????????????

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রায়াত বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ছাব্দার স্মরণে গতকাল শনিবার দুপুরে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি চৌমহনীর মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির অফিসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। প্রায়াত চেয়ারম্যান সাইদুর রহমান ছাব্দারের ছেলে শফিকুর রহমান রাজু কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবু হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ.শুকুর বাঙালী, জেলা ডেপুটি কমান্ডার মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সহকারী কমান্ডার আনারুল, থানা ডেপুটি কমান্ডার আহসান আলী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক টুকু মাস্টার। অনুষ্ঠানে ৫৬ জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা হিসেবে একটি করে পদক তুলে দেয়া হয়। মেডেল প্রাপ্তরা হলেন, বীর মুক্তিযোদ্ধা দুখী মণ্ডল, ডা.নুরুল, লাল মোহাম্মদ, খেদের আলী, ওয়াজেদ আলী, ইসলাম, লতিফ, জয়নাল আবেদীন, রমজান আলী, আনারুল, ইমারত, আলা, আ.কুদ্দুস, ছামছদ্দিন, আকছেদ আলী, লোকমান হোসেন, নুর বক্স, ফজলু, এনামুল, ওমর আলী, নজরুল ইসলাম, আ.মান্নান, আ.রহিম, জুমারত আলী, ইছাহাক, ভাদু, নেকবার, আওলাদ হোসেন, আবুল কাশেম, মোজাম্মেল হক, খলিল, আবুল কাশেম, মকছেদ আলী, আ.খালেক, ছানোয়ার হোসেন, আলম, হাশেম, নুর, আনছার, রাবন মাঝি, সিরাজুল, লিয়াকত, কাশেম, ফজলু, মুত্তালিব, নজরুল, মোতালেব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কাশেম।