আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর হরতাল কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়াও ৭ নভেম্বর সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়। গত বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন।
যদিও গত মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিলো অবরোধ কর্মসূচির। বৈঠকে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে বলেছেন, এখনই আন্দোলনের সময়, তাই আন্দোলনের দিকনির্দেশনার চূড়ান্ত সিদ্ধান্ত দেন। রাত পৌনে ১০টার দিকে ১৮ দলীয় জোটের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠক শুরু হয়। রাত ১১টার দিকে বৈঠক শেষ হয়েছে।
সংলাপ প্রসঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার যদি নীতিগতভাবে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকারের ব্যাপারে উদ্যোগ নেয় তাহলেই সরকারের আহ্বানে সাড়া দিবে। অন্যথায় তারা তাদের অবস্থানে অনড় থাকবে।