দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ডিএসসি কর্পোরেট চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এখলাছ উদ্দিন সুজনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজি আব্দুল আজিজ মল্লিক, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সহসভাপাতি এমরাজ উদ্দিন খোকন, দশমী স্টার ক্লাবের সভাপতি আব্দুল হালিম ভূট্টু প্রমুখ। খেলা পরিচালনা করেন তালিম হোসেন। স্কোরার ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাইরুল কবির দিনার।