টিপ্পনী

খবর: (দেশের রাজধানীসহ বড় শহরে লাইফ সাপোর্টের নামে আইসিইউ বাণিজ্য)

লাশ নিয়ে হয় বাণিজ্য খুব
জীবন নিয়ে ধকল,
হাসপাতালের নামে কী সব
তাবত কিছু নকল!

মোট মোটা টাকার তাড়া
হাসপাতালের কেবিন ভাড়া
স্বাস্থ্যসেবার নামে ধামে
হচ্ছে এসব কী?
ঘেন্না লাগে ছি!

পয়সা কড়ি নেয় হাতিয়ে
মিথ্যে অনেক খেল পাতিয়ে
চোখে ধুলো; ফুঁ-
ওদের কথা বলবো না আর
ঘেন্না ওয়াক থু!

আহাদ আলী মোল্লা