গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরের চৌগাছা গ্রামে প্রচারণা চালানোর সময় হেযবুত তওহীদের দু নারীকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরা হলেন- গাংনী উপজেলা ছাতিয়ান গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জুলিয়ারা খাতুন (২১) ও সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামের মোফাজ্জেলের স্ত্রী জেসমিন আরা (২৭)। এদের কাছ থেকে হেযবুত তওহীদের কয়েকটি জেহাদি প্রকাশনা ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, এদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।