মহেশপুর প্রতিনিধি: শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার সীমান্তে ঘোষপাড়া গ্রাম থেকে খালিশপুর ৫৮ বিজিবি সদস্যরা ভারতীয় ৬টি গরু উদ্ধার করেছে।
বিজিবিসূত্রে জানা গেছে, খালিশপুর ৫৮ বিজিবির হাবিলদার আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঘোষপাড়া নামক স্থান থেকে মালিক বিহিন অবস্থায় ভারতীয় ৬টি গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্যে ৩ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। গরু ৬টি কাস্টমে জমা দেয়া হয়েছে।