ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষে ভর্তির জন্য অন্যের হয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে হাতেনাতে ধরা পড়ায় আশরাফুল ইসলাম নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ‘সি’ ইউনিটের মৌখিক পরীক্ষা দিতে গেলে প্রবেশপত্রের ছবির সাথে তার চেহারার সাথে মিল না থাকায় পরীক্ষার বোর্ডে উপস্থিত শিক্ষকরা তাকে আটক করে প্রক্টরের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টর তাকে ইবি থানায় হস্তান্তর করেন বলে জানা গেছে।
জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে হাতেনাতে ধরা পড়ায় এক কলেজশিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক আশরাফুল ইসলাম তার বন্ধু মাহফুজ আরাফাতের হয়ে মৌখিক পরীক্ষা দিতে আসে। মাহফুজ ‘সি’ ইউনিটে দ্বিতীয় শিফট থেকে উত্তীর্ণ হয়। তার রোল নং-১০৯১০। পরীক্ষার বোর্ডে উপস্থিত শিক্ষকরা প্রবেশপত্রের ছবির সাথে তার চেহারার মিল না পাওয়ায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করে। ‘সি’ ইউনিটের সম্বন্বয়কারী সহযোগী অধ্যাপক লুৎফর রহমান তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান তাকে জিজ্ঞাসবাদ শেষে ইবি থানায় সোপর্দ করেন। আটক কলেজশিক্ষার্থী ক্যাম্পাস পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জের মৃত আতিয়ার রহমানের ছেলে আশরাফুল ইসলাম।
প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ চলাকালে আশরাফুল ইসলাম জানান, মেধা তালিকায় স্থান পাওয়া তার বন্ধু মাহফুজ আরাফাত বিয়ের দাওয়াতে মাদারীপুর গেছে। যাওয়ার আগে সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান হিটলারের সাথে যোগাযোগ করে। পরে হিটলার তাকে সাক্ষাৎকার বোর্ডে প্রবেশ করার সুযোগ করে দেয়। আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস ও তৌফিকরু রহমান হিটলারকে ইবি থানায় যোগাযোগ করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘প্রক্সির দায়ে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ ইবি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। প্রক্টর যেভাবে বলবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’