টিপ্পনী

খবর:(শিশু শিহাবকে হত্যার পর এবার জিহদকে হত্যার হুমকি)
কারোর কাছে কবো না আর
কারোর কাছেই কবো না,
ভাবছো বোধ হয় বাঁচতে চেয়ে
খুনের শিকার হবে না।

হুমকি দিবা ধামকি দিবা
এসব এখন সবো না,
করে দেবো কেল্লাফতে
চুপটি করে রবো না।

যা কবা তাই হজম করে
মোটেও এখন লবো না,
এবার এলে ডাং খাওয়াবো
কারোর কাছই কবো না!

_আহাদ আলী মোল্লা।
14.01.2016