আলমডাঙ্গা ব্যুরো: সঙ্ঘবদ্ধ চোরচক্র আলমডাঙ্গার প্রাগপুর গ্রাম থেকে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন কয়েক কৃষক।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে সঙ্ঘবদ্ধ চোরচক্র আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের পল্লী বিদ্যুতের পোল থেকে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। বিপাকে পড়েছে চুরি হওয়া ট্রান্সফরমারের গ্রাহকরা। কারণ চুরি যাওয়া ট্রান্সফরমারে ৩ গ্রাহকের ৩টি ডিপ টিউবওয়েলের সংযোগ রয়েছে। অফিসসূত্রে জানা গেছে, চুরি যাওয়া ট্রান্সফরমার সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন করে কিনে নিতে হবে শর্ত দেয়ায় গ্রাহকরা বিপাকে পড়েছে। বর্তমানে চলছে বোরো চাষের ভরা মরসুম। এমন সময়ে ট্রান্সফরমার চুরির ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।