আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার তিওরবিলা ফাঁড়ি পুলিশ হাকিমপুর গ্রাম থেকে সরোজগঞ্জ মহম্মদ জুম্মার জামাল হত্যা মামলার পলাতক আসামিকে আটক করেছে। গত সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানা গেছে, গত সোমবার রাতে আলমডাঙ্গার তিয়রবিলা ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান হাকিমপুর গ্রামে। এ সময় সিরাজুল ইসলামের ছেলে বিশারত আলীকে (৬০) আটক করে পুলিশ। বিশারত আলী ২০০৪ সালে হরিণাকুণ্ডু থানার রিশখালী সিংড়াপাড়ার মাঠে সরোজগঞ্জ মহম্মদ জুম্মা গ্রামের আবু বক্করের ছেলে জামালকে নৃশংসভাবে জবাই করে খুন করে এবং জনযুদ্ধের পোস্টার ফেলে যায়। পরে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলার পলাতক আসামি বিশারত। গতকাল মঙ্গলবার তাকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।