স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কোনো গোল ছাড়াই প্রথামার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় গোল খায় বাংলাদেশ। তবে ৭৬ মিনিটে মালয়েশিয়ান গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশের পক্ষে গোল করে সমতা আনেন ১২ নম্বর জার্সি পরা মিঠুন। ফলাফল গিয়ে দাড়ায় ১-১ এ।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল। এদিন খেলার শুরু থেকেই বাংলাদেশকে বেশ চাপে রেখেছে সফরকারীরা। প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে মালয়েশিয়ার স্টাইকার আজমানের গোলে এগিয়ে যায় অতিথিরা। ৭৬ মিনিটে ১২ নম্বর জার্সি পরা মিঠুন চৌধুরী গোল করে সমতায় ফেরান বাংলাদেশকে। তবে গোল উদযাপন করার সময় জার্সি খুলে ফেলায় তাকে পেতে হয়েছে হলুদ কার্ড। এর আগে যশোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে ছিলো বাংলাদেশ।